আজকের আলোচিত ছবি: ১৯ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের উপস্থিতিতে ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণফোরাম ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ সই স্বাক্ষর করে। ছবি: পিআইডি
-
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার মন্ত্রণালয়ের সভাকক্ষে অক্টোবর-২০২৫ এর কমিশনার সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা কর্মী ও প্রতিষ্ঠান সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং রোগী সুরক্ষা ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে অংশীজন সভায় বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ রাবার বোর্ডের উন্নয়ন এবং সার্বিক কার্যক্রম বিষয়ে পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্লাসে ফিরে যাবেন বলে আশা করছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: মাসুদ রানা
-
দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জাতি গভীর শঙ্কায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
-
ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: নাহিদ সাব্বির
-
শাপলা ছাড়া বিকল্প প্রতীক পছন্দের শেষ দিনে নির্বাচন কমিশনে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, কোনো ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক তারা নেবে না। শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থানের কথা তুলে ধরে ইসির চিঠির জবাব দিয়েছে দলটি।