আজকের আলোচিত ছবি: ২০ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত ওয়ার্ল্ড এভিডেন্স-বেইসড হেলথকেয়ার ডে উপলক্ষ্যে র্যালিতে অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ছবি: পিআইডি
-
ঢাকায় শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত ওয়ার্ল্ড এভিডেন্স-বেইসড হেলথকেয়ার ডে উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ছবি: পিআইডি
-
ঢাকায় বিসিএস প্রশাসন একাডেমির সেমিনারকক্ষে মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে চট্টগ্রাম বিভাগের ৪টি জেলার কর্মকর্তা/কর্মচারীগণের ট্রেনিং অব ট্রেইনার্স প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি: পিআইডি
-
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নিমিত্ত ‘যৌথ ঘোষণা’ বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ সম্পর্কিত ২য় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ছবি: পিআইডি
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: মফিজুল সাদিক
-
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী, রপ্তানিমুখী শিল্প সংশ্লিষ্ট ও বৈদেশিক ক্রেতারা উদ্বিগ্ন বলে জানিয়েছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম। ছবি: মাহবুব আলম
-
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ‘ফ্যাসিবাদী সরকারের কারণে আমরা কোথাও বসতে পারিনি, দাঁড়াতে পারিনি। মুখে দাঁড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সে আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে।’ ছবি: মো. আতিকুর রহমান
-
চাঁদপুরের বাগাদিতে খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে সাত দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ছবি: শরীফুল ইসলাম