আজকের আলোচিত ছবি: ২২ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে দরিদ্র কিডনি রোগীদের জন্য বিভিন্ন অলাভজনক বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ডায়ালাইসিস সেবা গ্রহণ বিষয়ক সভায় বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা: তরুণ চিকিৎসকদের ভূমিকা ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ ঢাকায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নবনিয়োগপ্রাপ্ত এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিককে শপথ বাক্য পাঠ করান। ছবি: পিআইডি
-
জাতীয়করণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নসহ মোট ৫ দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা আড়াই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন। এরপর পল্টন থেকে প্রেস ক্লাবগামী যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আজ বিকেল ৩টার পর প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষকরা। ছবি: জাগো নিউজ
-
আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-তে রাখা হয়েছে। আজ দুপুরে কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান। ছবি: সংগৃহীত