আজকের আলোচিত ছবি: ২৪ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় আগারগাঁওয়ে সমাজসেবা ভবনে ‘ন্যাশনাল নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড সামিট’ বিষয়ক কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। আজ ভোররাতে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাসে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো বাসটি ছাইয়ে পরিণত হয়। ছবি: এনডিটিভি
-
মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত
-
ইসকন নিষিদ্ধসহ ৬ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ। আজ বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইন্তিফাদা বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। ছবি: জাগো নিউজ
-
ইলিশের প্রধান প্রজনন মৌসুমের দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলার প্রায় তিন লাখ জেলে। এরইমধ্যে মাছ শিকারের জাল, নৌকা ও ট্রলারসহ বিভিন্ন উপকরণ প্রস্তুত ও মেরামতের কাজ শুরু করেছেন তারা। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের বিরোধিতা ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি’ শীর্ষক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক জোট। ছবি: জাগো নিউজ