আজকের আলোচিত ছবি: ২৫ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো আমদানিকৃত গম নিয়ে আজ এমভি নর্স স্ট্রাইড জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। ছবি: পিআইডি
-
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আজ ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘বিএএস-প্রফেসর ইমেরিটাস ড. সুলতান আহমেদ চৌধুরী সায়েন্টিফিক ট্যালেন্ট নার্চার ফান্ড অ্যাওয়ার্ড সেরেমনি ২০২৪’-এ অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন। ছবি: পিআইডি
-
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘শিশু আইন, ২০১৩’ বিষয়ে জাতীয় পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ ঢাকায় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করেন। ছবি: পিআইডি
-
জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে শেষে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি: জাগো নিউজ
-
দেশের সব রাজনৈতিক দলকে ছোটখাটো পার্থক্য ভুলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়াদিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ছবি: জাগো নিউজ