শাহবাগে প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছিলেন প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা। কিন্তু সেই শান্তিপূর্ণ কর্মসূচি আজ পরিণত হলো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে। শাহবাগ থানার সামনে পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার পথে পুলিশের সঙ্গে প্রতিবন্ধীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ছবি: মাহবুব আলম
-
দুপুরে প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা শাহবাগ মোড়ে জড়ো হন।
-
তাদের মূল দাবি-সরকারি নিয়োগে নির্ধারিত প্রতিবন্ধী কোটা বাস্তবায়ন, নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য বন্ধ, অভিন্ন জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন, সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনযোগ্য বয়সসীমা ৩৫ বছর করতে হবে এবং দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
-
কর্মসূচি থেকে তারা যমুনার দিকে যাত্রা শুরু করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।
-
এ সময় প্রতিবন্ধীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি কিছু সময়ের জন্য বিশৃঙ্খল হয়ে পড়ে শাহবাগ এলাকায়।
-
একজন প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশী জানান, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ঠেলে সরিয়ে দিয়েছে। আমাদের দাবি কোনো বিলাসিতা নয়-এটা আমাদের বাঁচার অধিকার।’
-
পুলিশের এক কর্মকর্তা বলেন, তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইছিলেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি, যাতে জনদুর্ভোগ না হয়।
-
চলাচল ব্যাহত হওয়ায় কিছু সময়ের জন্য শাহবাগ থেকে পল্টনমুখী ও টিএসসি এলাকায় যানজট সৃষ্টি হয়।