মেট্রোরেল বন্ধ, যাত্রীর চাপ বেড়ে গেছে ফার্মগেটে
রাজধানীর ফার্মগেটে দুপুরে ঘটেছে এক দুঃখজনক ঘটনা। ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হন। দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে। এ ঘটনায় মেট্রোরেলের চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। ফলে স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে ভিড় দেখা দিয়েছে। ছবি: মাহবুব আলম
-
যাত্রীরা গণপরিবহন ব্যবহারের জন্য নেমে পড়েছেন, আর সাময়িকভাবে যানজটও বেড়েছে শহরের ব্যস্ত এলাকায়।
-
শাহবাগ এবং কাওরানবাজারের কিছু ছবি এই পরিস্থিতি ফুটিয়ে তুলেছে-যেখানে মানুষ হেঁটে যাচ্ছেন, অস্থিরভাবে অপেক্ষা করছেন এবং গণপরিবহনের জন্য হিমশিম খাচ্ছেন।
-
দুর্ঘটনার ফলে শুধু নিহতের পরিবারই নয়, দৈনন্দিন যাত্রীও আতঙ্কিত। একজন যাত্রী বলেন, মেট্রোরেলকে নিরাপদ মনে করেই চড়ে আসি। এই ধরনের দুর্ঘটনা শুনে মনে ভয় লাগে। আশা করি দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
-
দুর্ঘটনার পর মেট্রোরেলের প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন এবং পুলিশ তৎপর। বিশেষ করে শাহবাগ ও কাওরানবাজার এলাকা কন্ট্রোল রুম থেকে তদারকি করা হচ্ছে।
-
ফার্মগেটের এই ঘটনায় আবারও সামনে আসে শহরের গণপরিবহনের নিরাপত্তা ও অবকাঠামোর বিষয়। নিরাপদ চলাচলের নিশ্চয়তা না থাকলে ছোট একটি দুর্ঘটনাও বড় মানবিক ক্ষতি হয়ে দাঁড়ায়।