আজকের আলোচিত ছবি: ২৭ অক্টোবর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রগতি জানাতে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস’র (এনবিসিসি) প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
পুলিশ সদস্যদের নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো লক্ষ্যেই এ আলোচনা হয় বলে জানা গেছে।
-
রাজশাহীতে প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত রাজশাহী বিভাগের খাদ্য বান্ধব কর্মসূচি এবং আমন সংগ্রহ ২০২৫-২০২৬ এর প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি
-
দীর্ঘ সাড়ে ২২ ঘণ্টা পর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল স্বাভাবিক হলেও অনেকে না জানায় সড়কে রয়েছে এর প্রভাব। মেট্রোরেলের কিছু স্টেশন বন্ধ থাকায় সকাল থেকে অফিসগামী মানুষ দুর্ভোগে পড়েছেন। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে না দেওয়ার দাবিতে আগামী ৮ নভেম্বর চট্টগ্রামে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাম সংগঠনগুলো। ছবি: নাহিদ সাব্বির
-
নীলফামারীর চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরা ইপিজেড। ছবি: আমিরুল হক