আজকের আলোচিত ছবি: ১ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে আজ বাহরাইনের মানামায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখি চলমান ডায়ালগের সাইডলাইনে বৈঠক করেন। ছবি: পিআইডি
-
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক সমাবেশে আজ বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জাগো নিউজ
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ ঢাকায় একটি হোটেলে ‘৭ম সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইসমাইল হোসেন আজ ঢাকায় আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে ‘৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫’-এর উদ্বোধন করেন। ছবি: পিআইডি
-
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় খিলগাঁওয়ের পল্লীমা সংসদে ‘নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম মিলন মেলা-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ দুপুর পৌনে ১টার দিকে ভোলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছবি: জাগো নিউজ
-
নভেম্বরের প্রথমদিনের সন্ধ্যায় ঢাকায় ঝুম বৃষ্টি হয়। এ সময় অফিস ফেরত মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। ছবি: মাহবুব আলম