আজকের আলোচিত ছবি: ২ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ’ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় পরিবেশ অধিদপ্তর আয়োজিত গ্রিন বিল্ডিং বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে মাল্টিপারপাস হলে বিডার পুনর্বিন্যাসকৃত সাংগঠনিক কাঠামো বিষয়ে অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি: পিআইডি
-
ঢাকায় ডেমরায় করিম জুট মিলস্ লিমিটেডের সভাকক্ষে ১৪১তম সার্ভে ও সেটেলম্যান্ট প্রশিক্ষণ কোর্স ২০২৫-২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: পিআইডি
-
প্রতীক হিসেবে শাপলা নয়, শেষমেশ শাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
-
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নিরাপত্তাকর্মীকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন করেছে আউটসোর্সিং জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘যমুনা স্টার সেফ গার্ড সার্ভিসের’ শতাধিক নিরাপত্তাকর্মী। ছবি: এসএইচ জাহিদ
-
সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন জেলার উন্নয়নে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করে আন্দোলনকারীরা। ছবি: আহমেদ জামিল
-
দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে দিনাজপুর সড়ক বিভাগ। ছবি: এমদাদুল হক মিলন