আজকের আলোচিত ছবি: ৫ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাপানের টোকিওতে সেদেশের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ভাইস-মিনিস্টার ওয়াতানাবে ইয়োইচির সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। ছবি: পিআইডি
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: পিআইডি
-
পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
-
বিআরটি প্রকল্পের কারণে ব্রিজ ভেঙে হয়েছিল টঙ্গী-আব্দুল্লাহপুরের দুটি আরসিসি সেতু। নির্ভরশীল যাতায়াত ব্যবস্থার জায়গায় স্থাপিত হয়েছিল অস্থায়ী বেইলি ব্রিজ। কিন্তু কয়েক মাস আগে একটি ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। জনদুর্ভোগ দূর করতে তুরাগ নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবি তুলেছেন উত্তরা ও টঙ্গীবাসী। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
মৌসুমি বায়ুর বিদায়ে দেশে গরম বাড়লেও ঘূর্ণিঝড় মোন্থার পর থেকে দেশজুড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসছে। রাতের তাপমাত্রাও কমে আসছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে ভোরবেলা ও রাতে শীতের অনুভূতি বাড়ছে।
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। নির্বাচন নিয়ে কারও কোনো হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। এর জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। ছবি: মো. আমিনুল ইসলাম
-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই শহীদ গাজী সালাউদ্দিন মৃত্যুর কয়েকদিন আগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দ্বারা তিনি হেনস্তার শিকার হয়েছিলেন। এতেই বুঝা যায় দেশের বিভিন্ন জায়গায় যেসব জুলাই যোদ্ধা রয়েছেন তাদের সবারই নিরাপত্তা সংকট রয়েছে। ছবি: মো. আকাশ
-
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগতো নিজেরাই নির্বাচন চায় না। যে জিনিস তারা পছন্দ করে না, সেটি যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটি তাদের ওপর জুলুম হবে। তাই তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। ছবি: আহমেদ জামিল
-
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ছবি: সায়ীদ আলমগীর