রাজধানীর রাস্তায় গণভোটের স্লোগান, যানজটে সাধারণ মানুষ
রাজধানীর সকালটা আজ অন্য দিনের মতো ছিল না। সকাল থেকেই পল্টন, কাকরাইল, মতিঝিলের বাতাসে ভেসে বেড়িয়েছে রাজনৈতিক স্লোগান, ব্যানার আর মাইকের শব্দে মিশে থাকা প্রত্যাশা ও ক্ষোভের মিশ্র অনুভব। নির্বাচনের আগে গণভোটের দাবিতে বিক্ষোভে নেমেছে জামায়াতসহ যুগপৎ আন্দোলনের আটটি দল। দাবি পাঁচ দফা। তবে তাদের এই অবস্থান কর্মসূচি শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকেনি, ছুঁয়ে গেছে নাগরিক জীবনের স্পন্দনকেও। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
নির্বাচনের আগে গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এই দুই দাবিই যেন আজকের বিক্ষোভের কেন্দ্রে। সঙ্গে আরও তিনটি দাবি মিলিয়ে আন্দোলনের ব্যানারে একটাই বার্তা স্পষ্ট ‘জনগণের মতামত ছাড়া নির্বাচন নয়।’
-
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সকাল ১০টার পর থেকেই ঢল নামে পল্টন মোড়ে। পল্টন থেকে মিছিল যখন গড়ায় মৎস্যভবনের দিকে, তখন পুরো এলাকা পরিণত হয় বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে।
-
কিন্তু তাদের সেই যাত্রা খুব দূর যেতে পারেনি। পুলিশের ব্যারিকেডে থেমে যায় মিছিল। তারপরই শুরু হয় অবস্থান কর্মসূচি। মৎস্যভবন মোড়ের রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। তাদের পাশে ঘিরে দাঁড়ায় পুলিশের সারি।
-
রাজনীতির উত্তাপে যে রাস্তাগুলো কাঁপছিল, সেখানেই থমকে যায় যানবাহনের চাকা। কাকরাইল থেকে যমুনা অভিমুখী রাস্তায় যান চলাচল বন্ধ। ফলে অফিসগামী মানুষ, স্কুল থেকে ফিরতি শিক্ষার্থী সবাইকে ভোগান্তিতে পড়তে হয়। সেগুনবাগিচা হয়ে ঘুরপথে যানবাহন চলায় পুরো এলাকায় দেখা দেয় তীব্র যানজট।
-
মৎস্যভবন মোড়ে ছোট্ট মঞ্চ বানিয়ে চলছে বক্তব্য। তাদের কণ্ঠে বারবার ফিরে আসছে গণভোটের দাবি-যেন এই শব্দ দুটি এখন শহরের নতুন স্লোগান হয়ে উঠেছে।
-
রাজনীতির মাঠে এমন আন্দোলন শুধু দলীয় দাবি নয়, বরং বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ইঙ্গিত বহন করে। দীর্ঘদিন পর রাজধানীর একাধিক পয়েন্টে একসঙ্গে আট দলের কর্মসূচি মানে রাজনৈতিক মেরুকরণ নতুনভাবে দৃশ্যমান হচ্ছে। নির্বাচন সামনে রেখে এই ঐক্যবদ্ধ অবস্থান ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যদি দাবিগুলোর মধ্যে গণভোট ইস্যু জনমানসে সাড়া জাগায়।
-
অন্যদিকে, সাধারণ নাগরিকের চোখে এই বিক্ষোভ দ্বৈত অনুভূতি তৈরি করেছে। একদিকে গণতান্ত্রিক অধিকারের প্রকাশ হিসেবে কেউ দেখছেন এই আন্দোলনকে; অন্যদিকে অনেকে বলছেন, রাজনীতির নামে সাধারণ মানুষের কষ্ট বাড়ছে।