শীতের আগমনে কর্মব্যস্ত কেরানীগঞ্জ

প্রকাশিত: ১১:২৪ এএম, ১০ নভেম্বর ২০২৫ আপডেট: ১১:২৪ এএম, ১০ নভেম্বর ২০২৫

বাংলাদেশের হিমেল সকালগুলো জানিয়ে দিচ্ছে শীত এসে গেছে। উত্তরের হাওয়া ঢাকায় পৌঁছে গেছে আগেই, শহরের অলিগলিতে এখন ঠান্ডা বাতাসের ছোঁয়া। আর এই সময়টাতেই কেরানীগঞ্জের জিনজিরা এলাকা যেন জেগে উঠেছে নতুন প্রাণে। শীতবস্ত্র তৈরির ব্যস্ততায় মুখর ছোট ছোট গার্মেন্টসগুলো; ভোর থেকে রাত অবধি চলছে সেলাই, কাটিং, প্যাকিং সব মিলিয়ে শ্রমের উষ্ণতায় উজ্জ্বল এক চিত্র। ছবি: বিপ্লব দীক্ষিৎ