আজকের আলোচিত ছবি: ১১ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আইএলও-এর তিনটি কনভেনশনে স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি
-
ঢাকায় টেলিযোগাযোগ ভবনের সভাকক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ, ২০২৫ বিষয়ক অংশীজন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: পিআইডি
-
যানবাহনে আগুন দেওয়া প্রতিরোধে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: মাসুদ রানা
-
গণভোটসহ পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনের শরিকদের আয়োজিত সমাবেশ কেন্দ্র করে দুপুর ১২টার পর থেকে রাজধানীর পল্টন এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। বিকেল ৪টার পর সমাবেশ শেষে স্বাভাবিক হয়েছে যানচলাচল। ছবি: রায়হান আহমেদ
-
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
ঢাকা নগরবাসীকে অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। নিজের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন। কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কি না তা খেয়াল রাখবেন। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
টাঙ্গাইলে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ জন দালালকে আটক করেছে র্যাব। ছবি: আব্দুল্লাহ আল নোমান
-
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগ ও মালামাল। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গোডাউন মালিক মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: এম মাঈন উদ্দিন
-
শেরপুরের নকলায় কৃষি অফিসারকে মারধরের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে কলমবিরতি পালন করেছেন জেলা কৃষি কর্মকর্তারা। টানা ৩ দিনের কর্মসূচী প্রথম দিন আজ। ছবি: মো. নাঈম ইসলাম
-
ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে যোগ দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। ছবি: তানভীর হাসান তানু