চেকপোস্টে তল্লাশি, ধীরগতির রাজধানী

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১২ নভেম্বর ২০২৫ আপডেট: ০৩:০৩ পিএম, ১২ নভেম্বর ২০২৫

ঢাকার সকাল মানেই সাধারণত হর্নের শব্দ, যানজটের ভিড়, ব্যস্ত মুখ আর দ্রুত ছুটে চলা মানুষ। কিন্তু আজকের সকালটা যেন কিছুটা আলাদা। ফার্মগেট থেকে রামপুরা, রাজধানীর পরিচিত সড়কগুলোয় আজ নেমে এসেছে এক অচেনা নীরবতা। গাড়ির শব্দ কম, তাড়াহুড়ো নেই, যেন শহর থেমে গেছে নিজের ছন্দ থেকে। ছবি: মাহবুব আলম