চেকপোস্টে তল্লাশি, ধীরগতির রাজধানী
ঢাকার সকাল মানেই সাধারণত হর্নের শব্দ, যানজটের ভিড়, ব্যস্ত মুখ আর দ্রুত ছুটে চলা মানুষ। কিন্তু আজকের সকালটা যেন কিছুটা আলাদা। ফার্মগেট থেকে রামপুরা, রাজধানীর পরিচিত সড়কগুলোয় আজ নেমে এসেছে এক অচেনা নীরবতা। গাড়ির শব্দ কম, তাড়াহুড়ো নেই, যেন শহর থেমে গেছে নিজের ছন্দ থেকে। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোয় দেখা যাচ্ছে একের পর এক পুলিশি চেকপোস্ট। ফার্মগেট, বিজয় সরণি, মগবাজার, রামপুরা সব জায়গাতেই তল্লাশি চলছে নিয়মিতভাবে। প্রতিটি গাড়ি, মোটরসাইকেল, এমনকি যাত্রীবাহী রিকশাও থামানো হচ্ছে প্রয়োজন অনুযায়ী।
-
পুলিশের মুখে দেখা যাচ্ছে সতর্কতার ছাপ, পাশে ব্যারিকেড আর ওয়ার্কিং জ্যাকেটের হলুদ আলোয় শহরটা যেন নতুন এক চেহারা পেয়েছে।
-
একজন পুলিশ কর্মকর্তা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা সক্রিয় রয়েছি। মানুষের স্বাভাবিক চলাচল বজায় রেখেই তল্লাশি চালানো হচ্ছে।
-
সকালের অফিস সময়েও আজ রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের সংখ্যা অনেক কম। ফার্মগেট মোড় যেখানে সাধারণত মিনিটে মিনিটে ট্রাফিক সিগন্যালের আলো বদলায়, সেখানে আজ রাস্তায় চলাচল করছে হাতে গোনা কয়েকটি বাস ও প্রাইভেটকার। রামপুরা ব্রিজের ওপারেও নেই সেই চিরচেনা হর্নের প্রতিধ্বনি।
-
ঢাকা শহরকে কখনোই পুরোপুরি নীরব দেখা যায় না। কিন্তু আজকের সকাল যেন অন্যরকম। বাতাসে অদৃশ্য এক ভার, পথচারীদের মুখে কৌতূহল আর অনিশ্চয়তার ছায়া। কেউ ফোনে খবর নিচ্ছেন, কেউ দূর থেকে দেখছেন পুলিশের কার্যক্রম। অথচ এই নীরবতার মাঝেই কোথাও ভেসে আসে আজানের ধ্বনি, কোথাও শিশুদের স্কুলগামী ছোট ছোট পদচারণা-যা শহরের প্রাণবন্ততার শেষ চিহ্ন হয়ে জেগে আছে।
-
চেকপোস্ট মানেই হয়তো অনেকের কাছে অসুবিধা, দেরি আর বিরক্তির কারণ। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে বড়ো একটি লক্ষ্য ‘নিরাপত্তা’।
-
সাম্প্রতিক সময়ের নানা ঘটনা, অপরাধ প্রবণতা কিংবা বিশেষ অভিযানের কারণে আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও সচেতন। তাদের তৎপরতা কখনো কখনো শহরের স্বাভাবিক গতি কমিয়ে দেয়, কিন্তু এই ধীরতাই হয়তো নাগরিক নিরাপত্তার নিশ্চয়তা এনে দেয়।
-
ব্যস্ত পুলিশ, কম গাড়ির সড়ক, থমথমে সকাল সবই মনে করিয়ে দেয়, শহর শুধু ইট-পাথরের নয়, এটি এক জীবন্ত সত্তা-যা কখনো নীরব হয়, কখনো জেগে ওঠে। নিরাপত্তার এই সাময়িক বিরতি হয়তো নাগরিক জীবনে কিছুটা অস্বস্তি আনে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে শান্তির আশা, নিশ্চিন্ত আগামী দিনের প্রতিশ্রুতি।