সন্ধ্যার আগে রাজধানীতে নিরাপত্তা জোরদার
সন্ধ্যার আগ মুহূর্তে রাজধানী ঢাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে পুলিশের তল্লাশি কার্যক্রমে বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। ছবি: মাহবুব আলম
-
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের চেকপোস্টে দায়িত্ব পালন করতে দেখা যায়।
-
মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন থামিয়ে তল্লাশি চালানো হয়।
-
বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের ব্যাগ ও কাগজপত্র পরীক্ষা করছে পুলিশ।
-
রামপুরা টিভি সেন্টার এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি গলিপথ ও মূল সড়কে টহল জোরদার করা হয়েছে।
-
পুলিশের একাধিক দল মোতায়েন থেকে শুরু করে সিসি ক্যামেরার নজরদারি বাড়ানো হয়েছে।
-
স্থানীয় বাসিন্দারা বলছেন, হঠাৎ এমন তল্লাশি কার্যক্রমে অনেকে ভড়কে গেলেও নিরাপত্তার দিক থেকে এটি ইতিবাচক পদক্ষেপ।
-
পুলিশ সূত্র জানায়, যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আগাম সতর্কতার অংশ হিসেবেই রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলছে।
-
বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত চলাচলকারী মোটরসাইকেল ও সন্দেহভাজন ব্যক্তিদের প্রতি নজরদারি বাড়ানো হয়েছে।