আজকের আলোচিত ছবি: ১২ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে সিনেটর সালমা আতাউল্লাহজান এর নেতৃত্বে সাত সদস্যের কানাডিয়ান সংসদীয় প্রতিনিধিদল। ছবি: পিআইডি
-
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিনেটর সালমা আতাউল্লাহজানকে জুলাই গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ওপর প্রকাশিত ‘আর্ট অফ ট্রায়াম্ফ’ বইটি উপহার দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ শেষে সিনেটর সালমা আতাউল্লাহজান এর নেতৃত্বে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধিদল ফটোসেশনে অংশ নেয়। ছবি: পিআইডি
-
ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: পিআইডি
-
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সচিবালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা সুনিচি। ছবি: পিআইডি
-
রাজধানীর মিরপুরে বন অধিদপ্তর ও এটুআই এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত জাতীয় উদ্ভিদ উদ্যানের ই-টিকিটিং প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। ছবি: পিআইডি
-
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে লালদিয়া কনটেইনার টার্মিনাল বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসময় উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেই গত দুদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ হচ্ছে। এর প্রভাব পড়েছে সড়কে যানবাহন চলাচলে। অন্য সাধারণ দিনের তুলনায় আজ বুধবার ঢাকার সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
-
রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
পরিবেশের ছাড়পত্রহীন অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইট প্রস্তুতকারী ভাটা মালিক ও শ্রমিকেরা। ছবি: আরমান হোসেন রুমন
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। ছবি: এম শাহজাহান