কারওয়ান বাজারে অফিসমুখী মানুষের ভিড়
আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচীর সকালেও রাজধানীর কাওরানবাজারে দেখা গেছে অফিসমুখী মানুষের ব্যস্ততা। সকালে কর্মচাঞ্চল্যে মুখর ছিল বাজার ও আশপাশের এলাকা। ছবি: মাহবুব আলম
-
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাওরানবাজার মোড়ে দেখা যায়, সাধারণ কর্মজীবী মানুষ স্বাভাবিক দিনের মতোই কাজে যাচ্ছেন।
-
কেউ বাস, কেউ রিকশা, আবার কেউ হেঁটে অফিসের পথে।
-
যদিও যানবাহনের চাপ কিছুটা কম ছিলো, তবুও সড়কে ছিল চলাচলের গতি।
-
লকডাউন কর্মসূচী ঘিরে রাজধানীর বিভিন্ন মোড়ে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।
-
কারওয়ান বাজার মোড়েও দেখা যায় পুলিশের অবস্থান, তারা যানবাহন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছেন। তবে পরিস্থিতি ছিলো শান্তিপূর্ণ।
-
কারওয়ান বাজারের দোকানপাটের বেশিরভাগই ছিল বন্ধ, তবে কাঁচাবাজারে ক্রেতা-বিক্রেতাদের কিছুটা উপস্থিতি চোখে পড়ে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো স্বাভাবিকভাবে খোলা থাকলেও, ভিড় ছিলো তুলনামূলক কম।
-
সর্বোপরি আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচীর দিনে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কাওরানবাজারে এক ধরনের মিশ্র চিত্র দেখা গেছে, রাস্তায় পুলিশের উপস্থিতি, যান চলাচলে স্বস্তি, অথচ জীবিকার তাগিদে অফিসগামী মানুষের নিরন্তর যাত্রা।