গণহত্যার বিচার বানচালের অভিযোগে প্রতিবাদ মিছিল
গণহত্যার বিচার প্রক্রিয়া বানচাল ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি সংগঠন। এ উপলক্ষে সকালে সংগঠনটি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। ছবি: মাহবুব আলম
-
সংগঠনের নেতা ওসমান হাদীর নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে হাইকোর্ট চত্বর অতিক্রম করে গুলিস্তানে গিয়ে শেষ হয়।
-
মিছিল শেষে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
-
প্রতিবাদী মিছিলে অংশ নেওয়া কর্মীরা দাবি করেন, দেশের গণহত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থে বাধাগ্রস্ত হচ্ছে।
-
তারা বলেন, যারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিচারের আওতায় আনতে না পারলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।
-
মিছিলে বক্তারা গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখার দাবি জানান এবং দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।