লকডাউনের মাঝে বিক্ষোভে জামায়াত-শিবির, সতর্ক পুলিশ
রাজধানীর দোলাইপাড় এলাকায় সকাল থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সরকার ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি চলাকালেই সেখানে আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবির কর্মীরা অবস্থান বিক্ষোভ ও মিছিল করে। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
লকডাউনের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে জনসমাগম সীমিত থাকলেও দোলাইপাড়ে হঠাৎ মিছিল শুরু হলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে মোতায়েন হয় অতিরিক্ত পুলিশ সদস্য।
-
নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ও টহল কার্যক্রমে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করতে থাকে।
-
দোলাইপাড় এলাকায় দায়িত্বে থাকা পুলিশের এক সদস্য জানান, আমরা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছি। কেউ যাতে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
-
লকডাউনের সময় এমন বিক্ষোভে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক দোকানপাট দ্রুত বন্ধ করে দেয় আশপাশের ব্যবসায়ীরা।
-
সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন চলাকালীন সব ধরনের সমাবেশ, মিছিল ও জনসমাগম নিষিদ্ধ। এমন অবস্থায় রাজনৈতিক সংগঠনের এই কর্মসূচি আইনশৃঙ্খলার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
-
বর্তমানে দোলাইপাড়সহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের টহল।
-
কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দমন করতে তারা প্রস্তুত রয়েছে।