হাসিনার রায়কে কেন্দ্র করে সড়কে কঠোর পুলিশি তৎপরতা
পলাতক আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৭ নভেম্বর। রায়কে কেন্দ্র করে দিনটিতে আওয়ামী লীগ দেশব্যাপী শাট ডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এজন্য রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এখন থেকেই বাড়তি সতর্কতা ও তৎপরতা দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে। ছবি: মাহবুব আলম
-
সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশ মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাই করছে। একই সঙ্গে যাত্রীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। নিরাপত্তা কারণেই এ তৎপরতা বলে জানিয়েছে পুলিশ সদস্যরা।
-
শহরের বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা গেলেও এফডিসি সংলগ্ন এলাকার চেকপোস্টে সকাল থেকেই ছিল বাড়তি তৎপরতা।
-
বেলা ১১টা ৪৫ মিনিটে সেখানে দেখা যায়, পুলিশের একাধিক টিম মোটরসাইকেল, প্রাইভেট কার ও রাইডশেয়ারিং গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছে। যাত্রীদের পরিচয়, গন্তব্য ও যাত্রার কারণ জানতে চাইছে তারা।
-
পুলিশের দাবি, ১৭ নভেম্বরকে সামনে রেখে কোনো নাশকতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা যেন না হয়, সে জন্যই এ কঠোর নজরদারি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
-
দিন যত ঘনিয়ে আসছে, রায়কে ঘিরে রাজনৈতিক উত্তাপও তত বাড়ছে। এ কারণে সড়কে পুলিশি তৎপরতা আগামী কয়েক দিন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।