শাটডাউনের ডাকেও থামেনি রাজধানী
হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচীর প্রভাব রাজধানীর বেশ কয়েকটি এলাকায় পড়লেও কাওরানবাজারে ভিন্ন এক চিত্র দেখা গেছে। প্রত্যাশার বিপরীতে বৃহস্পতিবার সকাল থেকে এ এলাকায় স্বাভাবিকের চেয়েও বেশি মানুষের চলাচল ও যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। ছবি: মাহবুব আলম
-
সকাল ৯টা ২০ মিনিটে তোলা ছবিতে স্পষ্ট ধরা পড়ে কর্মদিবসের সাধারণ ব্যস্ততা যেন শাটডাউনের কোনো ছোঁয়া নেই।
-
সকালের সেই সময়ে কাওরানবাজারের প্রধান সড়কে রিকশা, বাস, প্রাইভেটকার, মোটরবাইকসহ বিভিন্ন যানবাহনের সারি লেগেই ছিল।
-
ফুটপাতেও দেখা যায় কর্মস্থলে যেতে ব্যস্ত অফিসগামী মানুষের ভিড়। কারও হাতে নাস্তার প্যাকেট, কারও চোখে তাড়াহুড়োর ছাপ সব মিলিয়ে রাজধানীর এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাটি ছিল প্রায় স্বাভাবিক ছন্দে।
-
শাটডাউনের ঘোষণায় অনেকেই ধারণা করেছিলেন, সকাল থেকে রাজধানীতে সড়ক ফাঁকা থাকবে, গণপরিবহন সীমিত হবে। তবে কাওরানবাজারের পরিস্থিতি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।
-
এদিকে যানবাহনের চাপ থাকলেও পুরো এলাকা ছিল তুলনামূলক শান্ত। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনার খবর পাওয়া যায়নি। দোকানপাটও ধীরে ধীরে খুলতে শুরু করেছিল। বাজারের পাইকারি অংশে ব্যবসায়ীদের তৎপরতা আগের দিনের মতোই লক্ষ্য করা গেছে।
-
শাটডাউন কর্মসূচীর মধ্যেও রাজধানীর জীবনযাত্রা এভাবে গতি পাওয়াকে অনেকে দেখছেন ‘নিত্য প্রয়োজনের বাস্তবতা’ হিসেবে। রাজনৈতিক কর্মসূচী যাই থাকুক, সাধারণ মানুষের জীবিকা ও দায়িত্ব পালনের চাপে শহরের চাকা থেমে থাকে না। কাওরানবাজারের সকালের দৃশ্য সেই বাস্তবতারই আরেকটি প্রমাণ।