আজ যেন স্তব্ধ আগারগাঁও
আগারগাঁওয়ের সাধারণ দিনের চঞ্চলতা আজ যেন অদৃশ্য কোথাও থেমে গেছে। আদালতপাড়ার আশপাশে মানুষের আগ্রহ, উদ্বেগ আর প্রতীক্ষার চাপা উত্তেজনা মিলেমিশে তৈরি করেছে এক অস্বাভাবিক নীরবতা। অফিসমুখী ভিড় কম, যানবাহনের শব্দও যেন দূরে সরে গেছে। রায়ের অপেক্ষায় ঢাকার এই প্রশাসনিক এলাকা আজ ঠিক এমনই; নীরব, সতর্ক আর অদ্ভুতভাবে স্তব্ধ। ছবি: মো. সাইদ আহমেদ
-
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁও রোডে যানবাহনের চাপ সাধারণ দিনের তুলনায় কম দেখা গেছে। বেলা ১১টা ৪০ মিনিটে আগারগাঁও মোড়সহ আশপাশের রোড ঘুরে এই দৃশ্য দেখা গেছে।
-
এতে দেখা যায়, সড়কে কমেছে গণপরিবহন, ব্যক্তিগত যানবাহনসহ অন্যান্য যানবাহনের চলাচল।
-
অন্যান্য দিনের তুলনায় লোকসমাগমও কমেছে।
-
আগারগাঁও মোড়ের এক দোকানির সঙ্গে কথা বললে তিনি জানান, অন্যান্য দিনের থেকে আজ গাড়ির চাপ কম। কেন তা বলতে পারি না।
-
আগারগাঁও মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনাই অনেক কম। রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে। বাস-প্রাইভেটকার সবকিছুর সংখ্যাই কম।