অন্যরকম শাহবাগ
সাধারণ দিনগুলোতে যেখানে মানুষের স্রোত থামে না, সেই শাহবাগ আজ যেন নিজেকেই চিনতে পারছে না। ভিড়হীন মোড়, নিরুত্তাপ ফুটপাত আর কমে যাওয়া যানচাপ মিলিয়ে এলাকার ওপর নেমে এসেছে এক অচেনা নিস্তব্ধতা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগ আজ যেন শ্বাসরুদ্ধ হয়ে থমকে আছে; কারণহীন নয়, বরং সময়ের চাপা অস্থিরতা আর অপেক্ষার ভারে পুরো পরিবেশটাই হয়ে উঠেছে প্রাণহীন।
-
সাধারণ কর্মদিবসে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনাগোনা থাকে ঘন, সেখানে আজ টিএসসির আশপাশও বিরলভাবে ফাঁকা।
-
অফিসগামী লোকজনও আজ অনেকটাই সতর্ক। শাহবাগের মোড় পেরোতে তারা তাড়াহুড়ো করছেন, অযথা কোথাও দাঁড়াচ্ছেন না।
-
গণপরিবহনেও যাত্রী কম, বাসগুলো মাঝেমধ্যেই ফাঁকা অবস্থায় মোড় ঘুরছে।
-
শাহবাগ-জাতীয় জাদুঘর-টিএসসি-হাইকোর্টমুখী পুরো এলাকাজুড়ে যেন ‘অপেক্ষার চাপ’ ছড়িয়ে আছে।
-
রাজনৈতিক মিছিল, পদযাত্রা বা ঘোষণার কারণে রাজধানীতে যে অস্থিরতা দেখা দেয়, আজকের শাহবাগ যেন সেই পরিস্থিতির আগাম প্রতিচ্ছবি।
-
মানুষ কম, শব্দ কম, চলাচল কম সব মিলিয়ে শহরের সবচেয়ে ব্যস্ত মোড়টি আজ অচেনা এক নীরবতায় মোড়ানো।