অন্যরকম শাহবাগ

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৫ আপডেট: ১২:৫৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৫

সাধারণ দিনগুলোতে যেখানে মানুষের স্রোত থামে না, সেই শাহবাগ আজ যেন নিজেকেই চিনতে পারছে না। ভিড়হীন মোড়, নিরুত্তাপ ফুটপাত আর কমে যাওয়া যানচাপ মিলিয়ে এলাকার ওপর নেমে এসেছে এক অচেনা নিস্তব্ধতা। ছবি: বিপ্লব দীক্ষিত