যানজটমুক্ত আজকের ঢাকা
সাধারণ দিনগুলোতে যেখানে মিনিটে মিনিটে থেমে থাকা গাড়ির সারি ঢাকাকে হাঁপিয়ে তোলে, সেখানে আজ শহর যেন অদ্ভুতভাবে হালকা। ব্যস্ত সড়কগুলো ফাঁকা, মোড়ে মোড়ে নেই দীর্ঘ অপেক্ষা আর যানবাহনের গতি স্বাভাবিকের চেয়েও দ্রুত। রাজধানীর পরিচিত বিশৃঙ্খলা আজ যেন ছুটি নিয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও সতর্কতার কারণে শহরময় তৈরি হয়েছে এক বিরল দৃশ্য যানজটমুক্ত, স্বস্তিদায়ক এক ঢাকা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচীর প্রভাব শহরের বেশির ভাগ এলাকাতেই স্পষ্ট। আগারগাঁও, শাহবাগ, টিএসসি, হাইকোর্ট এলাকা, কোথাও নেই সেই পরিচিত চাপ, ভিড় বা শব্দ। আগারগাঁওয়ের আদালতপাড়া আজ যেন নিজের ধুকধুকানি হারিয়ে ফেলেছে। মানুষের উদ্বেগমেশা প্রতীক্ষা, রাজনৈতিক পরিস্থিতির উত্তেজনা এবং নিরাপত্তাব্যবস্থার কঠোরতা মিলে এলাকাজুড়ে সৃষ্টি করেছে স্তব্ধ এক পরিবেশ।
-
রায়ের আগে আদালতপাড়ায় ভিড় কম, গাড়ির গতি স্বাভাবিক, আর শব্দ যেন দূরে সরিয়ে রাখা হয়েছে। প্রশাসনিক এলাকা আজ সতর্ক, নীরব ও অদ্ভুতভাবে ফাঁকা।
-
রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগেও একই দৃশ্য। স্বাভাবিক দিনে যেখানে পথচারী, যানবাহন আর শিক্ষার্থীদের ভিড়ে জায়গা পাওয়া দায় হয়, আজ সেই শাহবাগ প্রায় খালি। মোড়ে ভিড় নেই, ফুটপাত নিরুত্তাপ, গাড়িচাপ কম। পরিবেশে চাপা অস্থিরতা থাকলেও মানুষের আনাগোনা কমে গিয়ে পুরো এলাকা হয়ে উঠেছে অপারভাবে নিস্তব্ধ এবং প্রাণহীন। শহরের সবচেয়ে ব্যস্ত মোড় আজ যেন নিজের শব্দ প্রয়োজনে বিরতি টেনে দিয়েছে।
-
তবে এই নিস্তব্ধতার মধ্যে কাওরানবাজার দেখিয়েছে ভিন্ন এক চিত্র। শাটডাউন কর্মসূচী থাকা সত্ত্বেও সকালে সেখানে দেখা যায় স্বাভাবিকের চেয়েও বেশি মানুষের চলাচল। সকাল ৯টা ২০ মিনিটে তোলা ছবিতে ধরা পড়ে কর্মদিবসের সাধারণ ব্যস্ততা; রিকশা, বাস, মোটরবাইক, প্রাইভেটকার সবই ছিল ছন্দে। অফিসগামী মানুষের ভিড়ও ছিল স্পষ্ট। যেন শাটডাউনের কোনো ছায়াই সেখানে পড়েনি। রাজধানীর বাণিজ্যিক গুরুত্ব ও দৈনন্দিন দায়বদ্ধতাই হয়তো কাওরানবাজারকে আজও সচল রেখেছে।
-
একদিকে কাওরানবাজারের তীব্র ব্যস্ততা, অন্যদিকে শাহবাগ ও আগারগাঁওয়ের স্তব্ধতা-এই বৈপরীত্যই আজকের ঢাকার প্রকৃত ছবি তুলে ধরে। রাজনৈতিক পরিস্থিতির কারণে শহরের বিভিন্ন এলাকায় যেন তৈরি হয়েছে আলাদা আলাদা বাস্তবতা। কোথাও স্বাভাবিকের চেয়ে বেশি গতি, কোথাও আবার এমন নীরবতা যা ঢাকার মতো শহরে দেখা সত্যিই বিরল।
-
আজকের ঢাকার রাস্তায় যানজট কমে যাওয়ায় অনেকেই স্বস্তি পেলেও শহরের মানুষ বুঝতে পারছে-এই নীরবতা স্বাভাবিক নয়। এটি রাজনৈতিক অনিশ্চয়তা, রায়ের প্রতীক্ষা ও সতর্কতার এক দিনের প্রতিচ্ছবি। আর সেই প্রতিচ্ছবিই আজ রাজধানীকে এনে দিয়েছে অদ্ভুত, যানজটমুক্ত এক চেহারা।