ধানমন্ডি ৩২ এ উত্তেজনা, থমথমে চারপাশ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ‘খেলার মাঠে রূপান্তর’ করার দাবিতে বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয়েছেন জুলাই স্মৃতি পরিষদ ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা। এজন্য আজ ধানমন্ডি ৩২ নম্বরের উত্তেজনার তীব্রতা চোখে পড়ার মতো। ছবি: ইয়াসির আরাফাত
-
এক সময় বুলডোজার নিয়ে এগোতে চাইলে ছাত্রজনতাকে ঠেকাতে সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ চালায়। এতে ক্ষুব্ধ ছাত্রজনতা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
-
শুরু হয় উত্তেজনার পাল্টাপাল্টি খেলা। ক্ষুব্ধ ছাত্ররা ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে। ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকা যেন থমথমে হয়ে যায় এবং আশপাশের বাতাসে ঘনিয়ে ওঠে অস্থিরতার ছায়া।
-
স্থানীয়রা জানিয়েছেন, লাঠি ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়ির মাঝে ভাঙাচোরা পরিস্থিতি পুরো এলাকা জুড়ে অনুভূত হয়েছে। নিরাপত্তা বাহিনী অবশ্য শক্ত অবস্থান গ্রহণ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।
-
স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে। তারা জানিয়েছে, পরিস্থিতি শিথিল না হওয়া পর্যন্ত এলাকা নজরদারিতে রাখা হবে। এদিকে সাধারণ মানুষ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ পাচ্ছে, কারণ পরিস্থিতি এখনো শান্ত হয়নি।
-
ধানমন্ডি ৩২-এর এই উত্তেজনা শুধু আজকের নয়, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও সামাজিক চাপেরও প্রতিফলন।
-
পুলিশ ধানমন্ডি ৩২ নম্বরে কড়াকড়ি নিরাপত্তা জোরদার করেছে। তবে ছাত্র-জনতা জানিয়েছেন ‘যেকোনো মুহূর্তে’ রায় ঘোষণার পর তারা বুলডোজার চালাতে প্রস্তুত।