রায়ের অপেক্ষায় ট্রাইব্যুনালে সাংবাদিকরা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাস আজ ভোর থেকেই জমে উঠেছে। জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালতপাড়ায় সাংবাদিকদের উপস্থিতি চোখে পড়ার মতো। দেশের নানা সংবাদমাধ্যমের সাংবাদিকরা আগেভাগে আসন নিয়ে অপেক্ষা করছেন, যেন প্রত্যক্ষ করতে পারেন রায়ের প্রতিটি মুহূর্ত। ছবি: বিপ্লব দীক্ষিৎ
-
চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন।
-
সাংবাদিকদের মধ্যে অনেকে জানাচ্ছেন, দীর্ঘ অপেক্ষার পর আজকের দিন তাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হওয়ার মতো। তারা শুধু রায়ের অংশ নয়, এর প্রক্রিয়ার প্রতিটি ধাপও নজরদারি করছেন বিচারপতির বক্তব্য, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আচরণ, এবং কোর্টরুমের সাধারণ আবহ।
-
দুপুর ১২:৩০ মিনিটে বিচারকরা আসন গ্রহণ করেন। এর আগে ট্রাইব্যুনালে অন্য মামলার শুনানি হয়। সাংবাদিকরা এসময়ও চোখ রাখছেন প্রতিটি ঘটনা ও বিবরণের দিকে।
-
সাংবাদিকদের জন্য এটি শুধু একটি সংবাদমাধ্যমের কাজ নয়, এটি ইতিহাসের একটি দৃষ্টান্ত সাক্ষী হওয়ার মুহূর্ত। প্রত্যেকে মনে করছেন, আজকের রায়ের ফলাফলের পর রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক দিকগুলোও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে।
-
আদালত প্রাঙ্গণ আজ খবরের কেন্দ্রবিন্দু, যেখানে সাংবাদিকরা তাদের ক্যামেরা ও নোটবুকের মাধ্যমে ইতিহাস সংগ্রহ করছেন। রায়ের প্রতিটি শব্দ তাদের জন্য তথ্য, বিশ্লেষণ এবং প্রজন্মের জন্য নথিভুক্ত ঘটনার অংশ হয়ে থাকবে।