ধানমন্ডি ৩২ এ টানটান উত্তেজনা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকাজুড়ে বিকেল থেকেই বিরাজ করছে টানটান উত্তেজনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবহুল এই স্থানটি আজ পরিণত হয়েছে সংঘাত–সংঘর্ষের হটস্পটে। মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে পরিস্থিতি আর রাস্তায় দাঁড়ালেই অনুভব করা যায় চাপা আতঙ্কের ঘনঘটায় মোড় নেওয়া পরিবেশ। ছবি: মাহবুব আলম
-
৩২ নম্বর মোড় ঘিরে বিপুলসংখ্যক সেনাবাহিনী (আর্মি), বিজিবি ও পুলিশের সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।
-
রাস্তাজুড়ে দেখা যাচ্ছে সাঁজোয়া যান, নিরাপত্তা বলয়ের ঘনঘটায় তৈরি হওয়া ব্যারিকেড, আর গন্তব্যহীনভাবে দৌড়ানো মানুষের ছোট ছোট দল।
-
নিরাপত্তা বাহিনীর লক্ষ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তবে উত্তপ্ত পরিবেশে যে কোনো মুহূর্তেই নতুন সংঘর্ষ ছড়িয়ে পড়ার শঙ্কা থাকায় তারা চরম সতর্কতায়।
-
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী কিছুক্ষণ পর পর টিয়ার শেল ছুড়ে দিচ্ছে। এর তীব্র গন্ধে হাঁটতে বা দাঁড়াতেও কষ্ট হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। একটার পর একটা বিস্ফোরণের মতো সাউন্ড গ্রেনেডে কেঁপে উঠছে পুরো এলাকা।
-
ধানমন্ডি লেকের পাড়, ৩২ নম্বরের অলিগলি সব জায়গায় মানুষের ছুটোছুটি, দোকানপাট বন্ধ, শাটার নামিয়ে আতঙ্কে লুকিয়ে থাকা ব্যবসায়ীদের উদ্বেগ স্পষ্ট।
-
দিনের বেলা তুলনামূলক শান্ত থাকলেও বিকেল ৪টা ৫০ মিনিটে তোলা ছবিটিতে ধরা পড়েছে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ার দৃশ্য। নিত্যদিনের ব্যস্ত এলাকা আজ অন্যরকম; স্কুল–কলেজমুখী পথ, লেকপাড়ের হাঁটার রাস্তা, দোকানপাট সবই আজ গুমোট।