শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কিত মানুষ
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫
আপডেট: ০৩:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৫
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনে আতঙ্কিত হয়ে নিরাপদে আশ্রয়ের জন্য রাস্তায় জড়ো হতে থাকে সাধারণ মানুষ। ছবি তুলেছেন জাগো নিউজের আলোকচিত্রীরা।
-
২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখাটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।
-
ভূমিকম্পে রাজধানী ঢাকার অনেক জায়গায় ভবনধস ও ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।
-
পুরান ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। তারা সবাই পথচারী বলে জানা গেছে।
-
উৎসুক জনতার ব্যাপক ভিড়ে নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। উৎসুক জনতা সড়ক দখল করে রাখায় উদ্ধারকাজ ও যান চলাচল বিঘ্নিত হয়।
-
এই ভূমিকম্প বিভিন্ন জেলায়ও অনুভূত হয়। গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৩ শতাধিক শ্রমিক আহত হন।