আজকের আলোচিত ছবি: ২১ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবতা পালন করেন। ছবি: পিআইডি
-
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করেন। ছবি: পিআইডি
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: পিআইডি
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ রাজধানীর মিরপুরে পার্বত্য বৌদ্ধসংঘ কমপ্লেক্সে আয়োজিত ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গতকাল আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৫তম গভর্নিং বডির অধিবেশনে আইএলও-এর মহাপরিচালক গিলবার্ট হোংবোর সাথে বৈঠক শেষে আইএলও কনভেনশন নং ১৫৫, ১৮৭ ও ১৯০-এ বাংলাদেশের অনুসমর্থনের দলিল জমা দেন। ছবি: পিআইডি