ভূমিকম্পের পর রাজধানীতে আতঙ্ক
গতকাল দুপুরে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ঢাকা। ঝাঁকুনির সময় কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষ রাস্তায় নেমে আসে, অফিস-বাড়িতে থমথমে পরিস্থিতি তৈরি হয়। যদিও ঝাঁকুনির স্থায়িত্ব ছিল কম, তবুও এর প্রভাব পড়েছে রাজধানীর একাধিক আবাসিক ভবনে। ছবি: মাহবুব আলম
-
আজ মধুবাগ, মেরুল বাড্ডা এবং বাড্ডা লিংকরোড এলাকায় ঘুরে দেখা গেছে বেশ কয়েকটি ভবনের দেয়ালে চির ধরেছে, কোথাও কোথাও প্লাস্টার ঝরে পড়েছে। এই দৃশ্য নতুন করে আতঙ্ক তৈরি করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
-
মধুবাগের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার দেয়ালে বড় ধরনের ফাটল দেখা গেছে।
-
মেরুল বাড্ডার আরেকটি ভবনের সিঁড়ির কাছে ফাটল তৈরি হয়েছে, যা নিয়ে চিন্তিত বাসিন্দারা। কেউ কেউ আশঙ্কা করছেন ভবনের স্ট্রাকচার দুর্বল হলে সামান্য ঝাঁকুনিতেই বড় দুর্ঘটনা ঘটতে পারে।
-
বাড্ডা লিংকরোডের একটি ছয়তলা ভবনের একটি দেয়াল আংশিক চিড়ে গেছে। স্থানীয়রা বলছেন, ভবনটি পুরোনো হওয়ায় ঝুঁকি আরও বাড়ছে।
-
ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ভূমিকম্পের উৎস ঢাকার খুব কাছে না হলেও ভবনগুলোর অনেকেই পুরোনো এবং নির্মাণশৈলীতে ত্রুটি থাকায় এ ধরনের ক্ষতি দেখা দিতে পারে। তারা ক্ষতিগ্রস্ত ভবনগুলো দ্রুত পরীক্ষা করে ‘ফিটনেস রিপোর্ট’ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
-
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ভূমিকম্পের পর থেকে তারা নানা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। অনেক পরিবার রাত কাটিয়েছেন সামান্য সতর্কতা নিয়েই। কেউ আবার ব্যাগে গুরুত্বপূর্ণ জিনিসপত্র গুছিয়ে রেখেছেন যেকোনো সময় বেরিয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে।
-
কর্তৃপক্ষ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রাথমিক পরিদর্শন শুরু করেছে। বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে অপ্রয়োজনীয় ভারী জিনিস দেয়ালের পাশে না রাখা, যে ভবনে ফাটল দেখা গেছে সেখানে জমায়েত না হওয়া, কোনো অস্বাভাবিক শব্দ বা কাঠামোগত দুর্বলতা দেখলে দ্রুত স্থানীয় প্রতিনিধিকে জানানো।
-
ভূমিকম্পের ক্ষতি এখনো সীমিত হলেও এই ঝাঁকুনি আবারও মনে করিয়ে দিল ঢাকা এখনো ভূমিকম্প ঝুঁকির বড় একটি শহর। মধুবাগ, মেরুল বাড্ডা ও বাড্ডা লিংকরোডের ফাটল ধরা ভবনগুলো জরুরি পরীক্ষা ও মেরামত না করা হলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
-
মানুষের আতঙ্ক কমাতে প্রয়োজন দ্রুত ব্যবস্থা, সচেতনতা ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা না হয় একটি মুহূর্তেই বদলে যেতে পারে বহু জীবনের গল্প।