আজকের আলোচিত ছবি: ২২ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এর উপস্থিতিতে আগত ভুটানের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ছবি: পিআইডি
-
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: পিআইডি
-
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপোভিলেজে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে সভাপতির বক্তৃতা করেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: পিআইডি
-
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: সিএ প্রেস উইং
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপোভিলেজে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপোভিলেজে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে শিক্ষার্থীদেরকে ডিগ্রি, চ্যান্সেলর স্বর্ণপদক ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
দিনাজপুর দশমাইল মহাসড়কে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। ছবি: এমদাদুল হক মিলন
-
ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, ছাত্রশিবিরের কোনো পর্যায়ের নেতাকর্মীর হাতে কোনো নারীর শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনার নজির নেই। শিবিরের কাছেই নারীরা সবচেয়ে বেশি নিরাপদ। ছবি: সাখাওয়াত হোসেন
-
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গণহত্যা দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। ভোরে তেরশ্রী এলাকায় মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদদের স্মরণে দিনটি পালন করেন। ছবি: মো. সজল আলী