ভূমিকম্পের আতঙ্কে বন্ধ ক্লাস-পরীক্ষা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা
গত দুই দিনে পরপর ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ঢাকা শহরে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিদ্ধান্ত হিসেবে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হল খালি করে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি: মাহবুব আলম
-
রোববার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে দেখা যায় ভিন্ন এক চিত্র। শিক্ষার্থীরা হাতে ব্যাগ, কেউ বইপত্র নিয়ে, কেউ ল্যাপটপ ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছেন হল থেকে।
-
তড়িঘড়ি করে রিকশা, বাস বা অন্য যাতায়াতের দিকে ছোটার দৃশ্য চোখে পড়ে।
-
হলগুলোর সামনে ভিড় তবে এটি আগের দিনের মতো স্বাভাবিক ছাত্ররাজনীতির ভিড় নয়; এটি উদ্বিগ্ন শিক্ষার্থীদের দ্রুত নিরাপদে বাড়ি ফেরার ব্যস্ততা।
-
গত দুই দিনের ভূমিকম্পের মুহূর্তগুলো শিক্ষার্থীদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, হোস্টেলের পুরোনো ভবনগুলোতে ভূমিকম্পের সময় টালমাটাল অনুভূতি আরও বেশি লাগে।
-
এক শিক্ষার্থী বলেন, রাতে ঘুমাতেও ভয় লাগছিল। যে কোনো মুহূর্তে আবার দুলে উঠতে পারে ভেবে মানসিকভাবে অস্থির ছিলাম। হল ছাড়ার নির্দেশ আসার পর অন্তত নিরাপদে যাওয়ার সুযোগ পেলাম।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, ভূমিকম্পের পুনরাবৃত্তির কারণে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে পুরোনো আবাসিক হলগুলোর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে।
-
সোমবারের ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ যেন ফাঁকা হতে শুরু করেছে। টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি, শাহবাগ সংলগ্ন এলাকাও সাধারণ দিনের তুলনায় অনেকটাই নীরব। হল গেটের সামনে নেই সেই চিরচেনা আড্ডা, খাবারের দোকানেও নেই ভিড়।
-
ছাত্রীরা বলছেন, চাইলে থেকেও পারতাম না, পরিবার থেকেও চাপ এসেছে বাড়ি ফিরে যেতে।
-
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, পরপর কয়েকটি কম্পন বড় ভূমিকম্পের সংকেত না হলেও ঝুঁকির বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পুরোনো ভবন, ঘনবসতি ও অসংখ্য শিক্ষার্থীর সংখ্যার কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষতির সম্ভাবনা তুলনামূলক বেশি।
-
ক্লাস-পরীক্ষা বন্ধ হওয়ায় অনেক শিক্ষার্থী উদ্বিগ্ন তাদের একাডেমিক সময়সূচি নিয়ে। তবে অধিকাংশই মনে করছেন, জীবনের চেয়ে বড় কিছু নয়। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।
-
হঠাৎ ভূমিকম্পের আতঙ্ক অচল করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক দিনযাপন। নিরাপত্তাহীনতার এই সময়ে হল ছাড়ার নির্দেশ শিক্ষার্থীদের মনে আনে অস্থিরতা ও স্বস্তি দুইই। ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরলেও তাদের চোখে রয়ে গেছে উদ্বেগের ছাপ। দেশের সবচেয়ে পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটি এখন অপেক্ষায় পরিস্থিতি শান্ত হলে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে প্রিয় নীল-সাদা ক্যাম্পাস।