আজকের আলোচিত ছবি: ২৪ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ফেব্রুয়ারী মাসের প্রথমার্ধে নির্ধারিত আসন্ন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সিএ প্রেস উইং
-
ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগে বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ ঢাকা ত্যাগের প্রাক্কালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় শান্তি সহায়ক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: পিআইডি
-
রাজধানীর মহানগর দায়রা জজ আদালত ভবনে অনুষ্ঠিত বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
চ্যালেঞ্জ হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সাইদ শিফন
-
বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তক ও কবি ফরহাদ মজহার। ছবি: হাসান আলী