ছবিতে কড়াইল বস্তির আগুন
প্রকাশিত: ০৮:০০ এএম, ২৬ নভেম্বর ২০২৫
আপডেট: ০৮:০০ এএম, ২৬ নভেম্বর ২০২৫
২৫ নভেম্বর বিকেল ৫টা ২২ মিনিটে রাজধানীর কড়াইলে বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে। ছবি: মাহবুব আলম
-
পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আগুন নেভাতে মোট ১৯টি ইউনিট কাজ করেছে।
-
ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছালেও কিছু সময় পর শেষ হতে থাকে গাড়িতে থাকা পানি।
-
পরে বিকল্প পানির উৎস খুঁজে পান ফায়ার ফাইটাররা। বস্তির ঝিলপাড় খালে জেনারেটর বসিয়ে সেখান থেকে পানির পাইপ টেনে নিয়ে যাওয়া হয় আগুনের উৎপত্তিস্থলে।
-
টানা ৫ ঘণ্টারও বেশি সময় পর রাত ১০টা ৩৫ মিনিটে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
-
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
-
আগুনে বস্তির প্রায় ১৫০০ ঘর-বাড়ি পুড়েছে। আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে।