পোড়া ছাইয়ের ভেতর ঘুরে বেড়ানো আশা

প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ আপডেট: ১২:০৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৫

কাল রাতের আগুন গিলে খেয়েছে কড়াইল বস্তির বাসিন্দাদের সব স্বপ্ন। প্রায় ১৫০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে মুহূর্তে। যে জায়গায় গতকালও রান্নার ধোঁয়া উঠত, বাচ্চাদের হাসির শব্দ শোনা যেত সেই জায়গা আজ ধুঁকছে পোড়ার তাপে। চারদিকে শুধু ছাই, কালো ধোঁয়া আর ধ্বংসস্তূপ। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঘরহারা বস্তিবাসীরা ফিরে এসেছেন নিজেদের আগের ঠিকানায়। তবে সেই ঠিকানায় আর কিছু নেই; নেই দেয়াল, নেই দরজা, নেই থাকার মতো সামান্য কোনো জিনিসও। ছবি: মাহবুব আলম