আজকের আলোচিত ছবি: ২৭ নভেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগের তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: জাগো নিউজ
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তায় বাহিনী সদস্যদের মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি: মফিজুল সাদিক
-
শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের অন্যতম বৃহৎ গুড় উৎপাদনকারী অঞ্চল রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে রাসায়নিকভাবে উৎপাদিত ভেজাল গুড়ে বাজার সয়লাব হয়ে গেছে। রাজশাহীর বাঘা ও চারঘাট এলাকার শতাধিক বাড়িতে থাকা গোপন কারখানায় চিনি, ক্ষতিকর রাসায়নিক এমনকি প্লাস্টিক-জ্বালানি আগুন ব্যবহার করে বিষাক্ত গুড় তৈরি করা হচ্ছে।
-
মাদারীপুরের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে শীত কেবল কুয়াশা আর ঠান্ডার বার্তা নিয়ে আসে না, নিয়ে আসে বাড়তি রোজগার আর ঘুরে দাঁড়ানোর এক নতুন সুযোগ। যখন ঘরে ঘরে এখন আর পিঠা তৈরির চল নেই, ঠিক তখনই শহরের অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চুলা জ্বালিয়ে বসেন নিম্ন আয়ের শত শত মানুষ।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে সংক্ষিপ্ত সংস্করণের এই দশম আসরের। সেই আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তত করছে বাংলাদেশ। প্রস্তুতির শেষ সিরিজ হিসেবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে আজ।
-
পর্তুগালে শত শত অনিয়মিত অভিবাসী শ্রমিককে শোষণের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ জনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যাদের বিরুদ্ধে একটি অপরাধচক্রকে সহায়তার অভিযোগ রয়েছে।