আজকের আলোচিত ছবি: ১ ডিসেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় পরিকল্পনা কমিশনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ৬ষ্ঠ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
-
ঢাকায় আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) সিটি করপোরেশন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শুধু তারেক রহমান নয়, নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার পর আবেদন সাপেক্ষে যে কেউ ভোটার হতে পারবে। ইসি চাইলে তারেক রহমান ভোটার ও প্রার্থী হতে পারবেন। ছবি: মফিজুল সাদিক
-
দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রথমবারের মতো চালু হলো ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) পরীক্ষা। ছবি: শাওন খান
-
লালমনিরহাটে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ছবি: মহসীন ইসলাম শাওন
-
রাজবাড়ীতে অভিভাবকদের তোপের মুখে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি শাখায় পরীক্ষা শুরু হয়েছে। ছবি: রুবেলুর রহমান
-
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। জেলার আবহাওয়া অফিসের সকাল ৯টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: এমদাদুল হক মিলন