নেতাকর্মীর চোখে অশ্রু, হৃদয়ে প্রার্থনা
দেশের রাজনীতির প্রিয় নেত্রী, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এভারকেয়ার হসপিটালের সিসিইউতে চিকিৎসাধীন থাকা এই খবরের বাইরে হাসপাতালের মূল ফটকের সামনে এক বিশেষ দৃশ্য চোখে পড়ে। হাসপাতালের বাইরে সংবাদকর্মীরা ব্যস্ত অবস্থায় শেষ মুহূর্তের আপডেট পৌঁছে দিতে ছুটছেন। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে, মাইকের শব্দ ভিড়ের গুঞ্জন আর সংবাদ পরিবেশনার তৎপরতায়। এই দৃশ্যের সঙ্গে পাল্লা দিয়ে দেখা যাচ্ছে নেতাকর্মীদের ভীড়। প্রত্যেকের চোখে মিশ্র অনুভূতি। একদিকে উদ্বেগ, অন্যদিকে নেত্রী সুস্থ হয়ে উঠবেন সেই আশার আলো। ছবি: মাহবুব আলম
-
অঙ্গীকারের সঙ্গে তারা দোয়া করছেন, প্রিয় নেত্রীকে সুস্থ দেখার কামনায়।
-
কেউ কেউ চোখের কোণে অশ্রু ধরে রাখতে পারছেন না, আবার কেউ কেউ মোবাইল বা ক্যামেরায় তা রেকর্ড করতে ব্যস্ত। এ মুহূর্তে রাজনৈতিক বিভাজনের চেয়ে মানবিক অনুভূতি, ভালোবাসা এবং আশার আলো সবকিছুকে প্রাধান্য দিচ্ছে।
-
এভারকেয়ার হসপিটালের সামনে নেওয়া ছবিতে এই সমবেদনা, ভয় এবং নেত্রীকে সুস্থ দেখার আকাঙ্ক্ষার মিলিত প্রতিফলন স্পষ্ট দেখা যাচ্ছে।
-
এখানে রাজনৈতিক নেতা বা সাধারণ মানুষ, সবার কাছে খালেদা জিয়ার স্বাস্থ্য এক অনন্য প্রার্থনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
-
খালেদা জিয়ার এই অবস্থার খবর রাজনৈতিক মহল, সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। হাসপাতালের সিসিইউ থেকে নতুন তথ্য পাওয়া না যাওয়া পর্যন্ত, সবাই প্রার্থনায় লিপ্ত। এমন সময় নাগরিক সমাজও মানবিক সহমর্মিতা প্রকাশ করছে, যা দেশের রাজনৈতিক উত্তাপের মাঝে একটি শান্তির বার্তা হিসেবে দেখা যাচ্ছে।
-
এই মুহূর্তে, হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের দোয়া, প্রত্যাশা এবং মানবিক সংবেদনই বোঝাচ্ছে একজন নেত্রী নয়, একজন মানুষ হিসেবে খালেদা জিয়ার সুস্থতা সকলের কাছে গুরুত্বপূর্ণ।