নেতাকর্মীর চোখে অশ্রু, হৃদয়ে প্রার্থনা

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৫ আপডেট: ০৩:১৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৫

দেশের রাজনীতির প্রিয় নেত্রী, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এভারকেয়ার হসপিটালের সিসিইউতে চিকিৎসাধীন থাকা এই খবরের বাইরে হাসপাতালের মূল ফটকের সামনে এক বিশেষ দৃশ্য চোখে পড়ে। হাসপাতালের বাইরে সংবাদকর্মীরা ব্যস্ত অবস্থায় শেষ মুহূর্তের আপডেট পৌঁছে দিতে ছুটছেন। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে, মাইকের শব্দ ভিড়ের গুঞ্জন আর সংবাদ পরিবেশনার তৎপরতায়। এই দৃশ্যের সঙ্গে পাল্লা দিয়ে দেখা যাচ্ছে নেতাকর্মীদের ভীড়। প্রত্যেকের চোখে মিশ্র অনুভূতি। একদিকে উদ্বেগ, অন্যদিকে নেত্রী সুস্থ হয়ে উঠবেন সেই আশার আলো। ছবি: মাহবুব আলম