ছবিতে আজকের এভারকেয়ার
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১২ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন।ছবি: মুসা আহম্মেদ
-
বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে এভারকেয়ারের সামনে দলীয় নেতাকর্মীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
-
তবে সকাল ১০টা পর্যন্ত হাসপাতালটির সামনে দলীয় নেতাকর্মীদের দেখা যায়নি। হাসপাতালের প্রবেশ ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। আর নির্বিঘ্নে হাসপাতালে ঢুকতে এবং বের হতে পারছেন অন্যান্য রোগী এবং তাদের স্বজনেরা।
-
আজ এমন পরিবেশ দেখে স্বস্তি প্রকাশ করেছেন তারা।
-
হাসপাতালের সামনে দায়িত্বে থাকা পুলিশের এক সদস্য বলেন, গত কয়েকদিন হাসপাতালে সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। হাসপাতালের সামনে তাদের এমন ভিড় করা অনাকাঙ্ক্ষিত। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তাদের লোকজন দেখা যাচ্ছে না। দিনটা এমন থাকলে হাসপাতালের সবার জন্যই ভালো হয়।