আজকের আলোচিত ছবি: ২৫ ডিসেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে গণসংবর্ধনা মঞ্চে এ মন্তব্য করেন তিনি। ছবি: সংগৃহীত
-
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ০৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে আসনটি গঠিত। ছবি: সংগৃহীত
-
১৭ বছর পর বাংলাদেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় প্রধান উপদেষ্টাকে তিনি ধন্যবাদ জানান। ছবি: সংগৃহীত
-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছান। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান তারা। ছবি: সংগৃহীত
-
রাজধানী ঢাকাসহ সারাদেশে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস)। ছবি: জাগো নিউজ