শীতের রোববারে টঙ্গীর হাটে হাঁসের রাজত্ব

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ আপডেট: ০৩:২৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬

রোববার এলেই টঙ্গী বাজারের চেনা চিত্র বদলে যেতে শুরু করে। ভোর থেকেই বাজারের একাংশে জমতে থাকে খাঁচা, ঝুড়ি আর বাঁশের খুপড়ি। ডানা ঝাপটানোর শব্দ, হাঁসের ডাক আর ক্রেতা-বিক্রেতার দরকষাকষিতে ধীরে ধীরে সরগরম হয়ে ওঠে সাপ্তাহিক পাখি ও হাসমুরগীর হাট। ছবি: মাহবুব আলম