আজকের আলোচিত ছবি: ১৭ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় পশ্চিম কেরাণীগঞ্জে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে ‘মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ এর মাধ্যমে পোর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি
-
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণ উৎসাহিতকরণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রমের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণ উৎসাহিতকরণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রমের সূচনা উপলক্ষে অনুষ্ঠানে স্টল পরিদর্শন করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হর্নের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও ডিএমপি আয়োজিত মোটর শোভাযাত্রায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হর্নের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও ডিএমপি আয়োজিত মোটর শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো মাসব্যাপী জেলা ক্রিকেট লিগ। সকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: জাগো নিউজ