আজকের আলোচিত ছবি: ১৮ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ’ উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: পিআইডি
-
ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
আট দফা দাবি মেনে নেওয়ায় প্রায় ৩৮ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকরা। ছবি: আহমেদ জামিল
-
দিন দিন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ভূমিদস্যু বেড়েই চলেছে। এসব সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ মোহাম্মদ গড়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ছবি: অভিজিৎ রায়
-
দেশের সর্ববৃহৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এরইমধ্যে অন্তর্বর্তী সরকার চীনের কাছে সব কাগজপত্র পাঠিয়েছে। চীনা সরকারের বিশেষজ্ঞ দলের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: আমরুল হক
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জঙ্গিবাদ ও চরমপন্থি আগের তুলনায় অনেক কমেছে। জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। তবে ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, যদিও তারা অন্যান্য দেশে অবস্থান করছে। ছবি: সাখাওয়াত হোসেন