সড়কে অটোরিকশাচালকরা, ভোগান্তি চরমে
রাজধানীর উত্তর বাড্ডায় সোমবার সকাল থেকে এক অচলাবস্থার সৃষ্টি হয়। আকিজ কোম্পানির তিন ধরনের ব্যাটারিচালিত ই-রিকশা বিক্রি বন্ধের দাবিতে অটোরিকশাচালকরা হঠাৎ করেই সড়ক অবরোধ করে বসেন। এতে মুহূর্তেই থমকে যায় মেরুল বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকার যান চলাচল। ব্যস্ত এই সড়কে দেখা দেয় সীমাহীন ভোগান্তি। ছবি: মাহবুব আলম
-
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল কোনো যানই এগোতে পারছিল না।
-
অফিসগামী মানুষজন বাধ্য হয়ে গাড়ি ছেড়ে হেঁটেই গন্তব্যের পথে রওনা দেন।
-
অনেকে ব্যাগ কাঁধে নিয়ে, কেউ আবার জুতা হাতে নিয়ে দ্রুত পায়ে হেঁটে অফিসের দিকে যেতে দেখা যায়।
-
অবরোধকারীদের দাবি, আকিজ কোম্পানি উৎপাদিত তিন ধরনের ব্যাটারিচালিত ই-রিকশা বাজারে থাকায় প্রচলিত অটোরিকশাচালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব ই-রিকশা নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করায় যাত্রীসংখ্যা কমে যাচ্ছে, পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে এমন অভিযোগ তাদের।
-
অবরোধের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সময়মতো অফিস, স্কুল কিংবা জরুরি কাজে পৌঁছাতে না পেরে অনেককে চরম ভোগান্তি পোহাতে হয়।
-
কেউ কেউ বিকল্প সড়ক খোঁজার চেষ্টা করলেও আশপাশের রাস্তাগুলোতেও ছিল যানজটের চাপ। এতে পুরো এলাকা কার্যত অচল হয়ে পড়ে।
-
খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
-
মেরুল বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকা থেকে তোলা ছবিতে দেখা যায় ফাঁকা সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ির সারি, আর তার পাশ দিয়ে তাড়াহুড়ো করে হেঁটে চলা মানুষের দল। এই দৃশ্য যেন নগরজীবনের এক পরিচিত কিন্তু দুঃখজনক বাস্তবতারই প্রতিচ্ছবি।
-
নগরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিয়ে এই সমস্যার সমাধান করবে, যাতে বারবার এমন অবরোধে সাধারণ মানুষের জীবনযাত্রা আর ব্যাহত না হয়।