আজকের আলোচিত ছবি: ২১ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিচার প্রক্রিয়ার ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জের পর এবার আরও আট বিভাগের আট জেলায় প্রচলিত বেইলবন্ড (জামিন নামা) ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড (ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম) চালু হলো। সকালে সচিবালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে একযোগে আট জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৪ ও ৫ আসনের বিভিন্ন দলের প্রার্থীরা ভোটের পরিবেশ, আচরণবিধি লঙ্ঘন ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তুলে ধরেছেন। প্রতীক বরাদ্দ শেষে সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের হওয়ার সময় তারা নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা জেলার উপজেলাকেন্দ্রীক পাঁচটি সংসদীয় আসনের (ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০) প্রার্থীরা।
-
ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন।
-
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিন জারা ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন। সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ছবি: ইয়াসির আরাফাত
-
রিপোর্ট স্বাক্ষরের অধিকার পুনর্বহালসহ ৫ দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টস (বিক্যাব)।
-
রাজশাহীর কাঁচাবাজারে কাঁচামরিচ ও শীতকালীন সবজির দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে পেঁয়াজ, মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি মিলেছে।
-
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি (ধর্মঘট) শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।