বিশেষ দিনে জানুন তামান্নার জীবনের জানা-অজানা

প্রকাশিত: ১১:০৩ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ আপডেট: ১১:০৩ এএম, ২১ ডিসেম্বর ২০২৫
ক্যামেরার আলো, রূপের ঝলক আর রেড কার্পেটের হাসির আড়ালে তামান্না ভাটিয়ার জীবন শুধুই তারকাখ্যাতির গল্প নয়। ২১ ডিসেম্বর তার জন্মদিনে ফিরে তাকালে দেখা যায় এই পথচলা গড়ে উঠেছে নীরব পরিশ্রম, ভাঙা-গড়ার অভিজ্ঞতা আর নিজের মতো করে টিকে থাকার দৃঢ় সংকল্পে। পর্দায় তিনি কখনো রাজকীয়, কখনো আধুনিক, কখনো আবার একেবারে সাধারণ; কিন্তু পর্দার বাইরে তামান্না এক সংগ্রামী মানুষ, যিনি সময়ের সঙ্গে নিজেকে বারবার নতুনভাবে আবিষ্কার করেছেন। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে