হাসির ফাঁকে জীবনের লড়াই, গোবিন্দার অনন্য যাত্রা
গোবিন্দা বলিউডের এমন এক নাম, যাকে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না। ১৯৬৩ সালের এই দিনে গোবিন্দ অরুণ আহুজার জন্ম। এই অভিনেতা শুধু কমেডির রাজা নন, তিনি নব্বইয়ের দশকের জনমনে গেঁথে থাকা এক আবেগ। পর্দায় তার হাসি যতটা স্বতঃস্ফূর্ত, জীবনের বাস্তবতা ততটাই কঠিন ছিল; আর এই দ্বন্দ্বই গোবিন্দাকে করে তুলেছে অনন্য। ছবি: ফেসবুক থেকে
-
মুম্বাইয়ের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা গোবিন্দার শৈশব খুব একটা সুখকর ছিল না। পারিবারিক টানাপোড়েন, আর্থিক অনিশ্চয়তা সবকিছু সঙ্গী করেই বড় হতে হয়েছে তাকে। তবু নাচ-গান আর অভিনয়ের প্রতি ঝোঁক ছোটবেলা থেকেই। সেই ঝোঁকই একদিন তাকে নিয়ে যায় ক্যামেরার সামনে, কিন্তু পথটা ছিল কণ্টকাকীর্ণ।
-
গোবিন্দার সবচেয়ে বড় শক্তি ছিল তার স্বাভাবিকতা। অতিরঞ্জিত অভিনয় নয়, বরং দৈনন্দিন জীবনের ভঙ্গিমাকে তিনি হাসির মোড়কে পর্দায় তুলে ধরেছেন। তার কমিক টাইমিং, মুখভঙ্গি আর শরীরী ভাষা দর্শকের কাছে হয়ে ওঠে আপন। নব্বইয়ের দশকে একের পর এক বাণিজ্যিক সফল ছবি তাকে প্রতিষ্ঠিত করে বলিউডের শীর্ষ সারির অভিনেতাদের কাতারে।
-
গোবিন্দার নাচ মানেই আলাদা এক স্টাইল। জটিল কোরিওগ্রাফি নয়, বরং সহজ অথচ প্রাণবন্ত ভঙ্গি যা সাধারণ দর্শকও অনায়াসে অনুসরণ করতে পারে। তার নাচে ছিল আনন্দ, রসিকতা আর চরিত্রের মেজাজ। এই সহজাত নৃত্যভঙ্গিই তাকে সমসাময়িকদের থেকে আলাদা করেছে।
-
এক সময় ‘কমেডি হিরো’ তকমা এতটাই জোরালো হয়ে ওঠে যে, ভিন্নধর্মী চরিত্রে তাকে দেখার সুযোগ কমে যায়। পাশাপাশি সময়ের সঙ্গে বদলাতে থাকা বলিউডের ধারা, নতুন প্রজন্মের আগমন সব মিলিয়ে তার ক্যারিয়ারে আসে ভাটা। তবে গোবিন্দার গল্প এখানেই শেষ নয়। বিরতির মধ্যেও তিনি চেষ্টা করেছেন নিজেকে নতুনভাবে ফিরে পেতে।
-
অভিনয়ের বাইরেও গোবিন্দা একজন আবেগপ্রবণ মানুষ। পরিবার তার জীবনের বড় শক্তি। রাজনীতিতে স্বল্প সময়ের সম্পৃক্ততাও তার জীবনের এক ভিন্ন অধ্যায়, যা দেখিয়েছে তিনি কেবল বিনোদনের জগতেই সীমাবদ্ধ থাকতে চাননি।
-
আজ গোবিন্দাকে দেখলে অনেকেই বলেন তিনি এক ‘যুগ’ এর প্রতিনিধি। তার ছবি, সংলাপ, নাচের ভঙ্গি এখনো সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায়, নতুন প্রজন্মও সেগুলো নতুন করে আবিষ্কার করে। এই প্রভাবই প্রমাণ করে, গোবিন্দা কেবল একজন অভিনেতা নন; তিনি বলিউডের জনপ্রিয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
-
গোবিন্দার জীবনের দিকে তাকালে বোঝা যায় হাসির আড়ালে লুকিয়ে আছে অধ্যবসায়, পতন আর আবার উঠে দাঁড়ানোর গল্প। সময় বদলায়, ট্রেন্ড বদলায়, কিন্তু গোবিন্দার হাসি আজও দর্শকের মনে একইভাবে দাগ কেটে যায়; আর সেখানেই তার আসল সাফল্য।