মিলান ফ্যাশন উইকে আলিয়ার গ্ল্যামারাস গুচি মুহূর্ত
মিলান ফ্যাশন উইক মানেই ফ্যাশনের দুনিয়ার সবচেয়ে আলোচিত আয়োজন। সেই র্যাম্প ও রেড কার্পেটে তারকারা হাজির হন নিজেদের সেরা রূপে। এ বছর গুচির নতুন কালেকশনে আলো কাড়লেন বলিউডের তারকা আলিয়া ভাট। এক কথায়, তার লুক ছিল পরিশীলিত অথচ দারুণ নাটকীয়-যা তাকে আলাদা আভা এনে দিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
আলিয়ার সাজের কেন্দ্রবিন্দু ছিল গুচির কালো ফার কোট। ড্রপড শোল্ডার ও ওভারসাইজড কাটে তৈরি এই কোটে ফুটে উঠেছে সাহসী অথচ এলিগ্যান্ট স্টাইল।
-
সামনের স্লিটে ভেসে উঠছিল কালো নেট স্টকিংস, যা তার লুকে যোগ করেছে বাড়তি আকর্ষণ। কোটের ভারী গঠন আর স্টকিংসের সূক্ষ্ম উঁকিঝুঁকি একসঙ্গে মিশে যেন এক ধরনের কনট্রাস্ট তৈরি করেছে।
-
চুলে ছিল অনায়াস ছোঁয়া। স্ট্রেট করা খোলা চুলে কপার হাইলাইট সূক্ষ্ম ঝিলিক ছড়াচ্ছিল আলোর প্রতিফলনে।
-
মেকআপে ছিল স্বাভাবিকতার ছাপ। ন্যুড লিপস, হালকা টোনে বেস মেকওভার-সব মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের মিনিমালিস্ট অথচ অভিজাত উপস্থিতি।
-
স্টাইলকে পূর্ণতা দিয়েছে তার অ্যাকসেসরিজ। হাতে ছিল গুচির সিগনেচার কালো ব্যাগ, যেটিতে সোনালি চেনের ডিটেইল আরও উজ্জ্বল করেছে সামগ্রিক সাজ। পায়ে ছিল কালো পয়েন্টেড হিলস, যা পুরো লুককে দিয়েছে আধুনিক ও ধারালো পরিণতি।
-
আলিয়ার এই ফ্যাশন মোমেন্ট কেবল পোশাক বা সাজের কারণে নয়, বরং তার আত্মবিশ্বাসী ভঙ্গি আর ব্যক্তিত্বের প্রকাশের কারণেও নজর কেড়েছে।
-
মিলান ফ্যাশন উইকের জমকালো আড্ডায়, তিনি যেন হয়ে উঠেছিলেন গুচির একচেটিয়া প্রতিনিধি-আভিজাত্য, আভা আর আধুনিকতার এক নিখুঁত সংমিশ্রণ।