সূর্যের দেখা নেই দিনাজপুরে
দিনাজপুরে বেড়েছে শীতের দাপট। দেখা নেই সূর্যের। তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এতে বিপাকে পরেছেন নিম্ন আয়ের মানুষজন। ছবি: এমদাদুল হক মিলন
-
সকাল ১০ টা পর্যন্ত জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। অন্যদিকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে মানুষজনকে। ১ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত দিনাজপুরে তাপমাত্রা ১০ থেকে ১৩ দশমিক ৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এতে করে বিপাকে পরেছেন দিনাজপুরের বাসিন্দারা।
-
কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুর।
-
শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি।
-
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্প বা কুয়াশার পরিমাণ বেড়েছে। তাই এ সময়ে সূর্যের আলোর প্রখরতা বা দাপট অনেকটাই কম থাকবে। তাই আগামী দু-তিন দিন দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য কিছুটা হ্রাস-বৃদ্ধি হতে পারে।
-
বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ২৩ তারিখের পর রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শেষের দিকে কিছু স্থানে শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো অবস্থার সৃষ্টি হতে পারে।